রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কোরিয়া উপদ্বীপের উপর দিয়ে আর উড়বে না মার্কিন বোমারু বিমান !

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে যুক্তরাষ্ট্র আর তাদের বোমারু বিমান উড়াবে না। এ ধরণের মিশন বন্ধে সিউলের অনুরোধের প্রেক্ষিতে তারা এমন ঘোষণা দিলো। সোমবার এক মার্কিন জেনারেল একথা জানান। খবর এএফপি’র।
উইএস প্যাসিফিক এয়ার ফোর্সের প্রধান জেনারেল চার্লস ব্রাউন পেন্টাগনে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে সহায়তার অংশ হিসেবে এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা হলো।
‘কন্টিনিউয়াস বোম্বার প্রেজেন্স মিশন’ এর অংশ হিসেবে ২০০৪ সাল থেকে মার্কিন এয়ার ফোর্স তাদের বি-১বিএস, বি-৫২এস ও বি-২এস বোমারু বিমান গুয়ামের মার্কিন ভূখ-ে মোতায়েন রেখেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ অংশীদার দেশগুলো প্রায় নিয়মিতভাবে এ অঞ্চলের ওপর দিয়ে তাদের যুদ্ধবিমান চালায়। এর পাশাপাশি উত্তর কোরিয়া ও অন্যান্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে সামরিক শক্তির জানান দেয়ার অংশ এবং একটি প্রশিক্ষণ রুট হিসেবেও অঞ্চলটির আকাশ ব্যবহার করা হয়।
ব্রাউন বলেন, কোরীয় উপদ্বীপের উপর দিয়ে যুদ্ধবিমান না উড়ানো হলেও বোমারু বিমানের মোট সংখ্যার পরিবর্তন করা হবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular