নিউজ ডেস্ক: সর্বশেষ প্রান্তিকের আয়-ব্যয়ের খতিয়ান প্রকাশ করেছে অ্যাপল। অক্টোবর-ডিসম্বর প্রান্তিকে ২০১৬ সালের পূর্ববর্তী তিন প্রান্তিকের খরা কাটিয়ে আবার আয়ের রেকর্ড গড়েছে অ্যাপল। মূলত: আইফোন ৭ বিক্রি থেকেই এই বিপুল আয়ের আগমন।
এই প্রান্তিকে ৭.৮৩ কোটি আইফোন বিক্রি করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই প্রযুক্তি কোম্পানি। আয়-ব্যয়ের খতিয়ান প্রকাশের পরপরই অ্যাপলের শেয়ারের দাম এক লাফে তিন শতাংশ বৃদ্ধি পায় শেয়ার বাজারে।
শুধু আইফোন নয়, অ্যাপলের আয় বৃদ্ধি পেয়েছে ডিজিটাল সেবা খাতেও। সব মিলিয়ে এই তিন মাসে মোট আয় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৮.৩ বিলিয়ন ডলারে।
আর মুনাফা ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭.৬ বিলিয়ন ডলারে। তবে মুনাফা বৃদ্ধি পেলেও অন্যতম বর্ধনশীল বাজার চীন-হংকং-তাইওয়ানে স্থানীয় নির্মাতাদের সাথে প্রতিযোগিতায় ১২ শতাংশ বাজার হারিয়েছে অ্যাপল।