কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকীতে শেরপুরে মিলাদ-মাহফিলের আয়োজন

0
3
 আরফান আলী, শেরপুর:
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের পর সজবরখিলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা ইমরুল কায়েস রিয়াদ, সঞ্চালনায় ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিন তালুকদার, সাবেক সহ-সভাপতি সুজন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান ছাড়াও জেলা, উপজেলা, শহর, কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।