কেরানীগঞ্জ থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
4

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর লাল চান হত্যা মামলার মূল আসামি সারোয়ারকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ। গত রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের উপপরিদর্শক রবি চরণ চৌহান জানান, ২০১৪ সালের আগস্ট মাসে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকা থেকে লাল চাঁনের লাশ উদ্ধার করা হয়।

পরে নিহতের পরিবারের লোকজন অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করে। মামলার পর টিপু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার সঙ্গে সারোয়ারের সম্পৃক্ত থাকার কথা জানায়। এরপর থেকেই সারোয়ার পলাতক ছিল।
গত রবিবার রাতে কদমতলী এলাকা থেকে সারোয়ারকে আটক করে ডিবি পুলিশ। তিনি জানান, সারোয়ারের বাবার নাম মৃত আব্দুল ফকির। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর থানার মাটিভাঙ্গা গ্রামে। সে আমবাগিচা এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিল।