কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেয়া হবে: কৃষিমন্ত্রী !

0
25

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উত্তর, মধ্য ও হাওর অঞ্চলে কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেয়া হবে। গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৪টি জেলার কৃষকদের মাঝে সরকার ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫শত ৫১ টাকার সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ করবে।

তিনি জানান, সরকার বর্তমান অর্থবছরে ইতোমধ্যে ৬৪ জেলায় ৫ লাখ ৪১ হাজার ২ শত ১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০টি ফসলের আবাদ বৃদ্ধির জন্য বীজ, ডিএপি ও এমওপি সার সহায়তা প্রদানের লক্ষ্যে ৫৮ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৩ শত ৮৫ টাকার প্রণোদনা প্রদান করেছে।

মতিয়া চৌধুরী বলেন, কৃষি প্রণোদনা কার্যক্রমের পাশাপাশি কৃষি মন্ত্রণালয় পাহাড়ী ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরভুক্ত সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এ ৬টি জেলায় চলতি পুনর্বাসন কার্যক্রমের আওতায় বোরো/২০১৭-১৮ মৌসুমে বিনামূল্যে বোরো ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং নগদ সহায়তা বাবদ ৬ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ শত ১৭ কোটি টাকার বীজ, ডিএপি ও এমওপি সার এবং নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

এ সময়ে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।