কুমিল্লায় সীমার পাশে সুচি !

0
33

নিউজ ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পাশে দাড়িয়েছেন সদর আসনের এমপি আ ক ম বাহারউদ্দীন বাহারের মেয়ে তানসিন বাহার সুচনা ওরফে সুচি। আজ সকালে সুচি সীমার সাথে গণসংযোগে বের হয়েছেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুচি বলেন, আমার বাবার মার্কা নৌকা। সিটি নির্বাচনে দলীয় প্রার্থী সীমা আপার মার্কাও নৌকা। আমরা সব সময়ই নৌকার লোক। বাবা এমপি হওয়ার কারণে মাঠে নামতে পারেনি। তিনি আমাকে মাঠে নামিয়েছেন নৌকার জন্য ভোট চাইতে। নগরবাসীর ভোট ও দোয়ায় নৌকাই বিজয়ী হবে।

মেয়র প্রার্থী সীমা বলেন, বাহার চাচা নৌকার পক্ষে কাজ করতে আগে থেকেই নেতাকর্মীদের মাঠে নামিয়েছেন। তিনি আমাকে নানা পরামার্শ দিচ্ছেন। এখানে কোন কোন্দল নেইl। আমি নগরবাসীর কাছে দোয়া, ভোট ও সমর্থন চাই। শাসক নয়, নগরবাসীর সেবক হয়ে সেবা করতে ভোট চাই।

এসময় আওয়ামী লীগের নির্বাচনী টিম সমন্বয়ক কাজী জাফরুল্লাহ বলেন, নৌকার পক্ষে গণ জোয়ার দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ। নৌকার জয় হবেই ইনশাআল্লাহ।

দলের নির্বাচনী টিমের সদস্য সচিব এনামুল হক শামীম বলেন, উন্নয়ন, অগ্রগতি ও সেবা পেতে কুমিল্লাবাসী সীমাকেই বেছে নেবে। সরকারের উন্নয়ন সর্বস্তরে পৌছে দিতে সরকার সমর্থিত ব্যক্তিকে বেছে নিতে হবে। তাহলে সব জায়গায় সমানভাবে উন্নয়ন হবে।

নির্বাচনী প্রচারণায় রয়েছেন কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এসএম কামাল, সাবেক ছাত্রনেতা জহিরউদ্দিন লিপ্টন, স্থানীয় নেতা তানিম আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাবিনা আক্তার শিউলি, নুর এ আলম আশিক, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।