বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কুমারী বাজারে আগুন লেগে মুদি দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার কুমারী বাজারের এক মুদি দোকানে ভয়াবহ অগ্নিকা-ে দোকানের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের চাষিপাড়ার গোলাপ ম-লের ছেলে রাজন আলী কুমারী বাজারে একটি পাকা দোকান ভাড়া নিয়ে মুদিখানার ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সন্ধ্যার পর তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আনুমানিক রাত ১১টার দিকে তিনি জানতে পারেন, তাঁর দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে দেখতে পান তাঁর দোকান পুড়ে প্রায় সব শেষ। স্থানীয় ও গ্রামবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস দ্রুত ছুটে এসে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে দোকানের মালিক রাজন আলী জানান, ‘আমার দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’ ঘটনাটি জানতে পেরে কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular