নিউজ ডেস্ক:
ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর। এ অঞ্চলের সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিউজ ১৮ এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
এ ব্যপারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, জম্মু ও কাশ্মীরের ভীমবার গলি সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে পাকিস্তানী বাহিনী তাদের লক্ষ করে গুলি চালায়। এরপর ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মানিষ মেহতা জানান, কোনো কারণ ছাড়াই স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে গুলিবর্ষণ শুরু হয়। এসময় পাকিস্তানী বাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ ছাড়াও মর্টার নিক্ষেপ করে।