বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কালো স্যুইমস্যুটে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন রিয়া !

নিউজ ডেস্ক:

অভিনেত্রী রিয়া সেনের বিয়ের খবর নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই ফের হট অবতারে শিরোনামে ফিরলেন তিনি। সুচিত্রা সেনের নাতনি আর মুনমুন সেনের মেয়ে হওয়ায় এমনিতেই রিয়ার প্রতি দর্শকদের একটা দুর্বল জায়গা ছিল আগে থেকেই।
সম্প্রতি শিবম তিওয়ারির সঙ্গে তার বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছিল। শাড়ি পরে বাঙালি রীতিতে বিয়ে করতে দেখা গিয়েছিল তাকে। এবার দৃষ্টি আকর্ষণ করছে তার কালো রঙের স্যুইমস্যুট পরা ছবি।

সম্প্রতি একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। তবে এবার দৃষ্টি আকর্ষণ করছে তার কালো রঙের স্যুইমস্যুট পরা ছবি। রীতিমত আবেদনময়ী হয়ে উঠেছেন তিনি। ক্যাপশনে লেখা রয়েছে গোয়া ট্যুরিজমের সঙ্গে ‘পেড পার্টনারশিপ’। অর্থাৎ গোয়ার পর্যটনের প্রচারেই তিনি এমন ফটোশ্যুট করেছেন। তার পরণে রয়েছে কালো স্যুইমস্যুট।
দু’পাশে এক বিশেষ কাটিং। আর সঙ্গে ডিজাইনার নিধি মুনিমের একটি স্রাগ। আর কোন অলঙ্কার কিংবা মেক আপ ব্যবহার করেননি তিনি। যাকে বলে একেবারে ন্যুড-লুক।

এদিকে, বালাজির ওয়েব সিরিজে ফিরছেন রিয়া সেনা। তাছড়া রিলিজ হতে যাচ্ছে রাগিনী এমএমএস ২.০। এই ছবিতে নিশান্ত মালকানি, করিশ্মা শর্মা, সিদ্ধার্থ গুপ্তাকেও দেখা যাবে। ইতিমধ্যে এই ছবির ফাঁস হয়ে যাওয়া কিছু ফুটেজে রিয়াকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular