কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে ধু¤্রজাল !

0
15

ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের প্রতিবেদনঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে ধু¤্রজাল! শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি দেখতে পায়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে অন্য কোথায় তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। রেল লাইনের আওতায় তাই রেল পুলিশ পরবর্তী আইনুনুগ ব্যবস্থা গ্রহণ করবেন।: