ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে আফরিন নামের সাড়ে তিন বছরের এক শিশু নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। শিশু আফরিন কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের আনিচুর রহমানের মেয়ে ও শ্রীরামপুর গ্রামের আক্কাচ আলীর নাতনী। আফরিন এক মাস আগে মায়ের সাথে নানা বাড়ি শ্রীরামপুর গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে প্রতিদিনের মত খেলা করছিল। এ সময় বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। তাকে খোঁজ না পেয়ে বাড়ির লোকজর অনেক খোঁজ করতে থাকে , এক পর্যায় শিশুটি পানিতে ভাসতে থাকে। তাকে উপরে তুলে এনে দেখে সে মারা গেছে ।