স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল একটি মুখপোড়া হনুমান। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ৬টি হনুমান একসঙ্গে শহরে বাস করছিল। মঙ্গলবার সকালে এর মধ্যে বড় এই হনুমানটি মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস, বনবিভাগ, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও থানার কর্মকর্তারা। এরপর মৃত হনুমানটি পোষ্টমার্টেম করার জন্য প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবার পাশেই ওই দলের হনুমানরা সব নিরবে বসে থাকতে দেখা যায়। পৌরসভার মেয়র মকছেদ আলী জানান, মঙ্গলবার সকালে হনুমানটি মধুগঞ্জ বাজারের জনতা জেনারেল স্টোরের সামনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
তিনি আরো জানান, দীর্ঘ প্রায় ৫ বছর ৬/৭টি হনুমান কালীগঞ্জ শহরে অবস্থান করছে। হনুমান গুলো মানুষের সঙ্গে একেবারেই মিশে গেছে। তারা মানুষের কাছে, দোকানে গিয়ে খাবার সংগ্রহ করতো। কাউকে তারা আক্রমণ করতো না। হনুমনটি ময়নাতদন্তের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তারা নিয়ে গেছেন।