রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

কালাই উপজেলা চত্বরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান।

সুকমল চন্দ্র বর্মন
কালাই (জয়পুরহাট)
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বিডি ক্লিনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার সকাল ১০টায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার বিডি ক্লিন সমন্বয়ক মোঃ রকিবুল হাসান। এছাড়াও অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান এবং জেলা সদর সমন্বয়ক প্রামাণ্য কুমার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন সরকার। এছাড়া স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক, এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা চত্বরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। উপস্থিত সকলে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে একমত হন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular