বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কারিনার প্রেমে মজেছিলেন ভারতের বিখ্যাত যে ক্রিকেটার!

নিউজ ডেস্ক:

ভারতের ক্রিকেট দলের ওপেনার শেখর ধাওয়ান এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট থেকে ধাওয়ান ৩৫৮ রান করেছেন।

ডাম্বুলায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও শিখরের ব্যাট কথা বলেছে। ১৩২ রান করেছেন তিনি। এমন সময় একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের অভিনেতা ও অভিনেত্রীর নাম জানিয়েছেন।

শেখর ধাওয়ানের পছন্দের অভিনেতা আমির খান। বিরাট কোহলিরও পছন্দের নায়ক আমির। ধাওয়ানের পছন্দের অভিনেত্রী কারিনা কাপুর। কারিনার প্রেমেই একসময়ে মজে ছিলেন তিনি। এখন অবশ্য সময় বদলে গেছে। শেখর ধাওয়ান বিয়ে করে ফেলেছেন। কারিনা কাপুরও তাই। এখন তারা যে যার মতো রয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ পাল্লেকেল্লেতে। চলতি সিরিজে শ্রীলঙ্কা চেনা ছন্দে ধরা দেয়নি। টেস্টের পরে ওয়ানডেতেও শ্রীলঙ্কার ভরাডুবি চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular