কামড়ে কামড়ে ম্যাসাজ ! শুনে আতঁকে উঠার মতো !

0
34

নিউজ ডেস্ক:

শরীরের বিভিন্ন স্থানে কামড়ে কামড়ে মাসাজ করেন এক থেরাপিস্ট৷ আর বিশ্বের নামি-দামি তারকারা তার এই মাসাজের খদ্দের। শুনে আতঁকে উঠতে পারেন হয়তো! এক সাংবাদিক আবার গিয়েছিলেন সেই মাসাজ পরীক্ষা করতে। শুরুতে অস্বস্তিতের ছিলেন তিনি। এক নারী আরেক নারীর কামড় খাবে, ভেবেই যথেষ্ট বিব্রত হচ্ছিলেন তিনি। কিন্তু মাসাজ শুরুর পর তাঁর জড়তা কেটে গেছে, বরং করেছেন উপভোগ।

নিউ জার্সির মেয়ে ডোরোথি স্টাইন ইতোমধ্যে এমন মাসাজ করে সাড়া জাগিয়েছিন। তিনি নাকি সেই পাঁচবছর বয়স থেকে এমন কামড়ে মাসাজ করে অভ্যস্থ। মানে তার মা নাকি একবার তাঁকে বলেছিল মাসাজ করতে৷ কিন্তু ডোরোথির হাতের জোড় বেশি ছিল না৷ মা তখন বলেন তাঁকে কামড়াতে। পরবর্তীতে বিভিন্ন কনসার্টের টিকিট পেতে রকস্টারদের এই মাসাজ বিনামূল্যে দিতেন তিনি। এভাবে একপর্যায়ে পেশা হিসেবেই ভিন্নধরনের এই মাসাজকে বেছে নেন বর্তমানে ৪৮ বছর বয়সি ডোরোথি স্টেইন।