কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ “স্বাস্থ্য পুুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে ১০দিন ব্যাপি ফলদ বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিরুল ইসলাম সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার সাদাত, নার্সারী মালিক সমিতির সদস্য তাহের আলী প্রমুখ। এ মেলা চলবে ২৭ আগষ্ট পর্যন্ত।