কাতারে সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি !

0
36

নিউজ ডেস্ক:

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে কাতারের সালমান শাহ স্মৃতি সংসদ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার দীর্ঘ সময় পরেও বাংলার মাটিতে হয়েছে।

সালমান শাহের বেলায়ও তা হবে। অবিলম্বে আমরা সালমান শাহ হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।

শনিবার কাতারে আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন কাতার জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কাতার জাসদের সভাপতি কমরেড ইসমাইল হোসেন, কাতার মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ ফারুক আহমেদ, কাতার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর সমরাট, কাতার ইয়াং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইকবাল আহমেদ রনি, সমাজসেবক এস কে লুকমান সিদ্দিকী, রাজনীতিবিদ ফজলুল করিম ফজলু, কাতার জালালাবাদের অর্থ সম্পাদক বদরুল ইসলাম।

বক্তব্য দেন সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, সাংবাদিক আমিনুল ইসলাম, কাতার জালালাবাদের সহ-সভাপতি আলহাজ্ব পংকি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মালেক, কাতার আওয়ামী লীগ নেতা আল আমিন, জামাল উদ্দিন, কাতার জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি সাইন উদ্দীন রুয়েলসহ আরো অনেকে।