কাতারে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

0
33

নিউজ ডেস্ক:

কাতারের রাজধানী দোহার আল-ওয়াকরা এলাকায় নিজ রুম থেকে এক বাংলাদেশি যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মনির হোসেন (২৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের শহীদ মিয়ার ছেলে।

স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে। তিনি কাতারের একটি কোম্পানিতে দুই বছর কর্মরত ছিলেন। কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দোহা হামাদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই জাকির হোসেন জানান, দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরে আসেন মনির হোসেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।