কাজ না করায় ৫৫ টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে!

0
57
নিউজ ডেস্ক:
শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা কাজ না করায় ৫৫ টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়া সাপেক্ষে কারখানা খুলে দেয়া হবে।

মঙ্গলবার বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি জানান, আজ থেকে যতদিন কারখানা বন্ধ থাকবে শ্রমিকরা বেতন পাবেনা। নাশকতামূলক কর্মকান্ড থেকে বিরত থেকে শ্রমিকদের দ্রুত কাজে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় বিজিএমইএ। বিকেলে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ে এক জরুরি বৈঠকে এ দাবি জানায় তারা।