বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কলকাতার বাংলা চলচ্চিত্র জনপ্রিয় মুখ মানালিদ্বিতীয় বিয়ে করবেন!

নিউজ ডেস্ক: কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ মানালি দে। ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী সপ্তক ভট্টাচার্যকে। ২০১২ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

চার বছর পর ২০১৬ সালে ছাড়াছাড়ি হয় মানালি ও সপ্তকের।

সংসার ভাঙার এক বছর পর অভিনেত্রী মানালি জানালেন, পরিস্থিতি বুঝে আবারও বিয়ে করবেন তিনি।

সম্প্রতি ভারতের পত্রিকা আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান নায়িকা।

এত ব্যস্ততার মধ্যে সপ্তককে মিস করেন কিনা এমন প্রশ্নে মানালি বলেন, ‘একেবারেই না। ব্যস্ততা না থাকলেও এখন আর সপ্তককে মিস করব না। আসলে মা মারা যাওয়ার পর মনে হয়েছিল এর থেকে বেশি দুঃখ আর আমি পাব না। সপ্তককে চিনতাম ধরুন ছ’বছর। আর মা তো…। মাকে ছাড়া যদি থাকতে পারি, তা হলে ছ’বছরের সম্পর্ক আর মিস করার জায়গায় থাকে না।’

বিয়ে করে ভুল করেছিলেন কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘না তো। বিয়েটা ওই সময়ের জন্য ঠিক ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম।’

সংসার ভাঙলে এখনও নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি নায়িকা। তবে ভবিষ্যতে বিয়ে করবেন বলে জানিয়েছেন মানালি।

নায়িকার কথায়, ‘বিয়ে তো ডেফিনেটলি করব। তবে সবটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular