নিউজ ডেস্ক:
কর্ণফুলী দখল দূষণমুক্ত করতে কাপ্তাই চন্দ্রঘোনা থেকে বন্দর মোহনা পর্যন্ত ৫০ কিলোমিটার জুড়ে ‘দশ লক্ষাধিক নদী ব্যবহারকারির মধ্যে বিনি সুতোর মালা’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। বিশেষজ্ঞদের, নদী ব্যবহারকারীদের বক্তব্য, আঞ্চলিক গান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নাচে গানে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা পফরি ঘাট থেকে বন্দর মোহনা পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকার নদী ব্যবহারকারীদের নদী দখল দূষণমুক্ত করার আন্দোলনে দুইদিন ব্যাপী সম্পৃক্ত করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সকাল দশটায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি (প্রাক্তন) প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। নদীতে বড় সাম্পান ভাসমান মঞ্চে আলোচনা সভা, আঞ্চলিক গান ও পাহাড়ি নাচের মাধ্যমে নদীর উভয় তীরের দশ লক্ষাধিক মানুষের মধ্যে নদী ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। ভাসমান মঞ্চটি চন্দ্রঘোনা ফেরিঘাট, গোচরাহাট ঘাট, লাম্বুর হাট, ফকিরখিল চৌধুরী হাট ঘাট, রিভারভিউ ঘাট ও কালুঘাটে অনুষ্ঠান মালার আয়োজন করে।
চট্টগ্রাম আঞ্চলিসক সাংস্কৃতি একাডেমি আয়োজিত সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুক্রবার (৫ মে ২০১৭) সকাল ১১টায় কর্ণফুলী নদীর অভয়মিত্রঘাট থেকে বন্দর মোহনা পর্যন্ত সাম্পান র্যালি অনুষ্ঠিত হয়।