কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণে শেখ হাসিনা ৩ দিনের সফরে কম্বোডিয়ার পৌঁছেছেন।

0
19

নিউজ ডেস্ক:

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে কম্বোডিয়ার পৌঁছেছেন।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে নয়টি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হবে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সরকারি সফরটি হচ্ছে। সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।