শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কবে থামবে বৃষ্টি?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল।

এদিকে, রোববার সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি কমতে পারে আগামীকাল সোমবার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাঃ হাফিজুর রহমান সকালে জানান, স্থল নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে, এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে। এর প্রভাবেই সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টি গতকালের চেয়ে কম হচ্ছে। আগামীকাল তা আরও কমে যেতে পা

গত ৯ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্নস্থানে প্রচন্ড গরম পড়তে থাকে। দেশের অন্তত ২০ টি জেলায় তাপপ্রবাহ অনুভুত হয়েছে। তবে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি পড়তে শুরু করে। এর মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হয় কক্সবাজার জেলায়। এতে কক্সবাজার শহর এবং জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular