শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কচুয়ায় শিবপুর সেবাব্রত সংঘের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মো: মাসুদ রানা,কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর সেবাব্রত সংঘের উদ্যোগে স্বর্গীয় অখিল বসু স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। টূর্ণামেন্ট ফাইনাল খেলায় মথুরা টিম ও হস্তিনাপুর টিমের মুখোমুখি হয়, পরে ট্রাইব্রেকারে হস্তিনাপুর টিম চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরবি কেবলস লিমিটেডের ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি। প্রতি বছর এ সংগঠনের উদ্যোগে মিনি ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়। এতে করে স্থানীয় অধিবাসী ও ফুটবল প্রেমীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক লিটন, শ্রমিকদল নেতা মিজান,ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সরকার,স্থানীয় অধিবাসী লিটন সরকার,মোতালেব সরকার,কামাল দেওয়ান,শাহাবুদ্দিন দেওয়ান,জগন্নাথ বণিক,যাদব বণিক,ধীরেন্দ্র শীল বিমল,বিমল বনিক ও জিয়া দেওয়ান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতি সকলে উত্তর শিবপুর সেবাব্রত সংঘের সামাজিক সেবামূলক কাজের প্রশংসা করেন এবং সংগঠনের সফলতা কামনা করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular