মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শিশুদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, কচুয়া থানা ওসি এম আব্দুল হালিম,কৃষি অফিসার মেজবহা উদ্দিন,কচুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্যাহ,উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা ও আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগমসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। একই দিনে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করা হয়। ছবি: কচুয়ায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করছেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।