শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষা সফর

শিক্ষা সফর শিক্ষার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সীমিত জ্ঞানের পাশাপাশি নিজের দেশ,জাতির ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের অবস্থিত মাদ্রাসাতুল কোরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষা সফরের আয়োজন করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মাদ্রাসা থেকে কুমিল্লার ময়নামতির উদ্দেশ্যে রওনা হয়। পরে ময়নামতি ইংরেজদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং ময়নামতি রানীর বাংলো পর্যটন পরিদর্শন করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা। দুপুরে মধ্যাহ্নভোজের পর কুমিল্লা ধর্মসাগর পাড় পরিদর্শন করে শালবন বিহার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে পূনরায় মাদ্রাসায় ফিরে আসেন শিক্ষার্থীরা।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শিব্বির আহমেদ বলেন, শিক্ষা সফরের মধ্যে শিক্ষার স্বাদ নিহিত থাকে। কেননা, একাডেমিক আবদ্ধ পড়ালেখার পাশাপাশি পৃথিবীর অপরিমিত সৌন্দর্য অবলোকনের মাধ্যমে শিক্ষার্থীদের চিত্রবিনোদনের সুযোগ থাকে। যার ফলে তাদের মেধা বিকাশ ঘটে। তিনি আরো বলেন, বাস্তবিক অর্থে জ্ঞান অর্জন,অজানা পৃথিবীর বিচিত্র রূপ প্রত্যক্ষন,পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের একঘেয়েমী থেকে মুক্তি দিতে এবং তাদের মানসিক প্রশান্তি প্রদানের জন্য শিক্ষা সফরের আয়োজন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক,অভিভাবকরা শিক্ষাসফরে অংশগ্রহন করেন।

ছবি: কচুয়ার মাদ্রাসাতুল কোরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষা সফর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular