রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কচুয়ায় মাতৃছায়া বহুমূখী প্রকল্পের ব্যবসায়ী সেমিনার অনুষ্ঠিত

ইসলামিক শরীয়াহ মোতাবেক পরিচালিত চাঁদপুরের কচুয়ায় মাতৃছায়া বহুমূখী প্রকল্পের ব্যবসায়ী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কচুয়া বিশ্বরোড অবস্থিত জমজম চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়

মাতৃছায়া বহুমূখী প্রকল্পের চেয়ারম্যান পীরজাদা মাওলানা আতাউল্লাহ শাজুলির সভাপতিত্বে ও প্রকল্পের সদস্য ডা. কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমেদ আজাদ,সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন,শ্রীরামপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কবির হোসেন,প্রকল্পের সদস্য সচিব গোলামুর রহমান,সদস্য ডা. জাকির হোসেন সহ আরো অনেকে।
এসময় আশেক আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন,শিক্ষক সোহেল আহমেদ,এডভোকেট আব্দুল হান্নান,ডা. মো. মফিজুর রহমান সহ প্রকল্পের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ব্যবসায়িক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে, হালাল উপায়ে অথনৈতিক সমৃদ্ধি অর্জনে মাতৃছায়া বহুমূখী প্রকল্পের বিনিয়োগে সফলতা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রকল্পের সদস্যরা।

ছবি: কচুয়ায় মাতৃছায়া বহুমূখী প্রকল্পের ব্যবসায়িক সেমিনারে বক্তব্য রাখছেন, পীরজাদা মাওলানা আতাউল্লাহ শাজুলি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular