বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ওএমএস কার্যক্রমে আটা সরবরাহকারীদের ভ্যাট মওকুফ !

নিউজ ডেস্ক:

খোলা বাজারে (ওএমএস) সুলভমূল্য কার্যক্রমে এবার আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব‌্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে খোলা বাজারে চাল ও আটাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সুলভমূল্যে বিতরণকৃত খাদ্যশস্য বিক্রিতে ডিলারদের কমিশনে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল।

অভ‌্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম‌্যান মো. নজিবুর রহমান সই করা আদেশ সূত্রে এ তথ‌্য জানা যায়।

সম্প্রতি জারি করা ওই আদেশে বলা হয়েছে, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সরকারের ওএমএস কার্যক্রমে নিয়োজিত ডিলারদের কমিশনের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যা বর্তমানেও বলবৎ রয়েছে। যেহেতু ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের কার্যক্রম একই ধরনের হলেও তাদের পরিচালন ব্যয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এর ফলে মিলারদের নিকট হতে ভ্যাট কর্তন না করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি উত্থাপিত হয়। এ কারণে ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ের ওপর ভ্যাট কর্তনের দায় হতে অব্যাহতি প্রয়োজন বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

ওই সুপারিশের আলোকে ১৯৯১ সালের ভ‌্যাট আইনে প্রদত্ত ক্ষমতাবলে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বাঁধাহীন ও সুলভ করার লক্ষ‌্যে এমএসসহ কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।

খোলা বাজারে চাল, আটাসহ পণ্য বিক্রি (ওএমএস) এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সুলভমূল্যে খাদ্যশস্য তুলনামূলক দরিদ্র মানুষের কাছে বিতরণ করতেই ভ‌্যাট অব‌্যাহতি দেওয়া হয়ে থাকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular