সোমবার ডিসি সম্মেলনে অংশ নিয়ে ডিসিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এসব তদারকির জন্য সারাদেশে নিয়ন্ত্রণ দল গঠন করা হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, গ্রীষ্মে লোডশেডিং কমাতে সচিবালয়ে এসির ডিগ্রি ২৫-২৬ এ রাখার জন্য কর্মকর্তা কর্মচারীদের নজরদারিতে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেবে বিদ্যুৎ মন্ত্রণালয়। একই চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। আর ধর্ম উপদেষ্টার মাধ্যমে মসজিদে এ নিয়ে বয়ান দেয়ার অনুরোধ করা হবে।
ফাওজুল কবীর বলেন, আসছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ এর কারণে যাতে সেচের সমস্যা না হয় তা তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। সেচ কাজকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন বাড়াতে চায় সরকার। শুধু সেচেই ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এটার ঘাটতি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ডিসিদের।