নিউজ ডেস্ক:
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে নবম ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৭’।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপোর উদ্বোধন করবেন।
বাংলাদেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে আধুনিক প্রযুক্তির এ প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশের ৪০০ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ওষুধ উৎপাদন প্রযুক্তির বিশাল সমাহার নিয়ে স্টল সাজাবে।
এছাড়া মেলায় ওষুধ কোম্পানি নিয়ে বিভিন্ন প্রকাশনা সংস্থাও অংশ নিবে। ফলে এখান থেকে অনেক তথ্য আদান-প্রদান হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজক কমিটি জানিয়েছে, এ মেলায় এবার আগের চেয়ে অনেক বেশি নতুন নতুন প্রযুক্তির সম্মিলন ঘটবে। যা থেকে স্থানীয় ওষুধ শিল্প প্রতিষ্ঠান এসব প্রযুক্তি সংগ্রহের সুযোগ পাবে। এছাড়া কেবল প্রদর্শনীই নয়, তাৎক্ষণিকভাবে বেচাকেনারও আশা করা হচ্ছে আগের এক্সপোগুলোর মতো।