নিউজ ডেস্ক:
এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এখন জীবনের অন্যতম প্রয়োজনীয়তা।
হোয়াটসঅ্যাপ ছাড়া আর যেন কিছুই ভাবা যায় না। কিন্তু এর জন্য অনেক সময় সমস্যায়ও পড়তে হতে হয় ব্যবহারকারীদের।
ফোনে ম্যাসেজ টাইপ করতেই অনেক সময়ই ভুল কথা টাইপ হয়ে যায়। যাকে আমরা সাধারণত টাইপো বী টাইপিং এরর বলে থাকি। একবার ভুল ম্যাসেজ পাঠিয়ে দেওয়া হলে সেটি আর ঠিক করা যায় না। অনেক সময়ই অনিচ্ছাকৃতভাবে টেক্সট অন্য হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ফেলি। এবং তার জন্য লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে ব্যবহারকারীদের। তবে এখন আর কোনও চিন্তা নেই। কারণ ব্যবহারকারীদের জন্য এবার একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে এই মেসেজিং অ্যাপ।
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার আনসেন্ড বটন নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আনসেন্ড ফিচারের সাহায্য পাঠানো মেসেজ ফিরিয়ে নিতে পারবে ব্যবহারকারীরা। ম্যাসেজ পাঠানোর ৫ মিনিটের মধ্যে সেটি ফিরিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু ৫ মিনিট কেটে গেলে বা সেটি যদি অন্যজন পড়ে ফেলেন তাহলে তা আর ফিরিয়ে নেওয়া যাবে না। অ্যাপেল এবং অ্যান্ড্রয়েডে এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ টেক্সট মেসেজ, ভিডিও, পিকচার, জীফস-এর ক্ষেত্রে মিলবে এই ফিচারটি ৷
প্রতিদিন সারা বিশ্বে ১ বিলিয়ন মানুষ ফেসবুক অন্তর্গত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন৷ শুধু তাই নয় প্রতিদিন ৫৫ বিলিয়নেরও বেশি মেসেজ আদান প্রদান করা হয়ে থাকে হোয়াটঅ্যাপের মাধ্যমে৷ পাশাপাশি ১ বিলিয়ন ভিডিও পাঠানো হয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে৷ বিশাল সংখ্যাক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থা ৷