নিউজ ডেস্ক:
মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে এবার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। রোহিঙ্গা সংকট নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
গত ২৬ সেপ্টেম্বর থেকে তিনি চলচ্চিত্রটির শুটিং শুরু করেছেন।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ছবিটি নির্মাণের জন্য ২০১২ সালে পরিকল্পনা করি। দীর্ঘ সময় ধরে সিনেমার কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছি। সিনেমার জন্য যে রোহিঙ্গা শরণার্থীদের দেখানোর কথা ছিল তা এখন বাস্তবেই বিদ্যমান। আমরা তাই শরণার্থীদের ভেতরে ঢুকে পড়েছি। বিষয়টি আমাদের জন্য বেশ কষ্টসাধ্য একটি বিষয়। তবে হাল ছাড়ছে না আমাদের টিম।
সিনেমাটির শুটিং চলছে নাফ নদী, শাহপরী দ্বীপ, উখিয়া ও টেকনাফে। এতেকেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরশি।