এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি

0
60

নিউজ ডেস্ক:

গুগলের অন্যতম জনপ্রিয় সেবা জিমেইল। সর্বসাধারণের কাছে জনপ্রিয় জিমেইলটির লোগো এতোদিন এক রূপে দেখেছেন ব্যবহারকারীরা। এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি। নতুন লোগোতে পুরনো লোগোর অনেক উপাদান বাতিল করা হচ্ছে।

গুগল জানায়, নতুন যুগে পদার্পণ করা মানুষের ভবিষ্যতের কথা ভেবেই অতীতকে ভুলতে চায় গুগলের জিমেইল। ফলে কাগজের চিঠির ইলেকট্রিক সংস্করণ মেইলের লোগোটি মুছে নতুন লোগো আনা হচ্ছে। এরইমধ্যে কাজ শুরু করেছে গুগল। নতুন লোগোতে খামের প্রতীক থাকছে না। শুধুমাত্র ‘এম’ ইংরেজি অক্ষরটি থাকছে। তবে নতুন লোগোয় কী ধরনের রঙ ব্যবহার হবে তা এখনো নিশ্চিত করেনি গুগল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই জিমেইলে পরিবর্তন আনার চেষ্টা করছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে লোগো পরিবর্তন হচ্ছে। এরইমধ্যে গল মিট বা গুগল চ্যাট সেবা চালু করেছে গুগল। লোগোর পাশাপাশি গুগলে সেবাতেও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।

নতুন জিমেইলের লোগোয় নীল, সবুজ, হলুদ ও লাল রং ব্যবহৃত হতে পারে। কারণ গুগলের অন্য সেবাতে এ রঙের ব্যবহার রয়েছে।