শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

এবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

এবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ কুমার বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০ জনে দাড়াল এবং এ পর্যন্ত মুত্যু হয়েছেন ২২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন।

মানুষ স্বাস্থ্যবিধি মানছে না বলে জেলায় করোনা ভারাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাখ জানান। তিনি বলেন, “বারবার সতর্ক করা হলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।

নিরাপদ দূরত্ব বিধির তোয়াক্কা করছে না; এমনকি মাস্কও ব্যবহার করছে না। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে, কিন্তু লোকজনের কোনো কিছুতেই পরোয়া নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular