এবার কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

0
12

মেক্সিকোর পর এবার কানাডার ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ ঘোষণা দেন তিনি।

রয়টার্স জানায়, মঙ্গলবার থেকে কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়।

জানা গেছে, অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া বিষয়ে সম্মত হওয়ায় কানাডার ওপর শুল্ক সাময়িকভাবে ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে।