বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার আইটেম গানে সালমা !

নিউজ ডেস্ক:

‘সেলফি কুইন কমলা’ শিরোনামের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীততারকা সালমা। এই প্রথম চলচ্চিত্রের কোনো আইটেম গানে কণ্ঠ দিলেন তিনি। গানটি ‘ঠোকর’ চলচ্চিত্রে ব্যবহার করা হবে।

‘সেলফি কুইন কমলা’ গানটি লিখেছেন লিমন আহমেদ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম। আর সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

সালমা বলেন, নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করি। তাই ফোক গানের বাইরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করি। এবারের গানটি তেমন কিছুর বার্তা বহন করবে। মজার কথায় সাজানো গানটির কয়েকটি লাইন এমন, ‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারও/ ফেসবুক, ভাইবার, ইমো আছে আরও/ রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা।

‘ঠোকর’ ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নায়ক আশরাফ কিটু।
ছবিটি পরিচালনা করছেন মাজহার বাবু।

Similar Articles

Advertismentspot_img

Most Popular