এবার অদৃশ্য অস্ত্রেই শত্রু নিধন করবে রাশিয়া !

0
34

নিউজ ডেস্ক:

রাশিয়ার একদল গবেষক আবিষ্কার করেছেন এক প্রকার অনন্য পদার্থ যা মুহুর্তে ভ্যানিশ করে দিতে পারে একটি আস্ত রণতরি বা কামান বা হেলিকপ্টার। মস্কোর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকদের আবিষ্কার করা পদার্থটির বিষয়ে লেখা হয়েছে সায়েন্স জার্নাল ফিজিক্যাল রিভিউতে।

এই আবিষ্কৃত পদার্থটির নাম মেটামেটিরিয়াল। এটি কোন প্রকার প্রাকৃতিক পদার্থ নয়। বিভিন্ন পদ্ধতিতে এটি প্রভাবিত করতে পারে তড়িৎ-চৌম্বকীয় পদার্থকে। ফলে অদৃশ্য হয়ে যেতে পারে যেকোন পদার্থ। অত্যাধুনিক অস্ত্র ও সুপার কম্পিউটার নির্মানেও সাহায্য করবে মেটামেটিরিয়াল। এমনকি এই মেটামেটিরিয়াল ব্যবহার করে তাদের যুদ্ধ জাহাজগুলিকেও উন্নততর করার পরিকল্পনা করছে রাশিয়া।

এই প্রজেক্টের ডিরেক্টর অ্যালেক্স ব্যাসরিন জানিয়েছেন, অত্যন্ত সংবেদনশীল সেন্সর তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে এই মেটামেটিলিয়াল। যাতে বিস্ফোরক ও রাসায়নিক অস্ত্র সহজেই ধরা পড়বে। এছাড়া বর্তামান উন্নত প্রযুক্তির যুগে কোয়ান্টাম কম্পিউটার নির্মাণেও ব্যবহার হতে পারে এটির।