বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর !

নিউজ ডেস্ক:

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি  আবদুল মাতলুব আহমাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরে থাকায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার এফবিসিসিআই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর হোসেন গত ৭ এপ্রিল থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এফবিসিসিআইয়ের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীর হোসেন আগামী ১০ এপ্রিল পর্যন্ত এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular