এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬০ হাজার রোহিঙ্গা!

0
30

নিউজ ডেস্ক:

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত আট দিনে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৬০ হাজার শরণার্থী। এর বেশিরভাগই রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা।

গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার জের ধরে রাখাইনে অভিযান শুরু চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এ অভিযানে ৪০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। শত শত রোহিঙ্গার ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। রোহিঙ্গারা এ জন্য সেনাবাহিনীকে দায়ী করলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার ইউএনএইচসিআর জানায়, ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রাখাইনে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে এসব মানুষ পালিয়ে এসেছে।