এক যুগ পর সরে দাঁড়াচ্ছেন এলেন জনসন সারলিফ !

0
24

নিউজ ডেস্ক:

১২ বছর পর দক্ষিণ আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এলেন জনসন সারলিফ। দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট তিনি।
শান্তিতে নোবেলও পেয়েছেন।

তবে দীর্ঘ এক যুগ শাসন করলেও লাইবেরিয়ার দারিদ্র্যতা দূর হয়নি। লাইবেরিয়া এখনো বিশ্বের সবচেয়ে গরীব দেশগুলোর একটি। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যোগ্য প্রার্থী খুঁজে নিতে লাইবেরিয়ার নাগরিকরা আগামী ১০ অক্টোবর ভোট দেবেন।

প্রেসিডেন্ট হতে নির্বাচনে লড়ছেন ২০ জন। এর মধ্যে এগিয়ে আছেন ফুটবল আইকন জর্জ ওয়ে, ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই, বিরোধীদলীয় নেতা চার্লস ব্রুমস্কাইন, ব্যবসায়ী আলেক্সান্ডার কামিংস।

সূত্র : আফ্রিকা নিউজ