নিউজ ডেস্ক: হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২১ জুন সকালে রাজধানীর রূপনগর বেড়িবাঁধের বিরুলিয়া সেতুসংলগ্ন রাস্তার পাশে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মিজানুরের (৫০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। নিহত পুলিশ কর্মকর্তা হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ছিনতাইকারী শাহ আলম ওরফে বুড্ডা (৬২) ২৩ জুলাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।