এ সপ্তাহের রাশিফল ( ২৫-৩১ মার্চ ) !

0
47

নিউজ ডেস্ক:

২৫ থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস:
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যক্তিগত কোনো উদ্যোগ ফলপ্রসু হতে পারে। আয় বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে বন্ধুবান্ধবের সহযোগিতা আশা করতে পারেন। পুরোনো কোনো রোগে সাময়িক ভুগতে হতে পারে। আহার বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন। মাইগ্রেন কিংবা চক্ষু সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। জরুরি কাজে কারো ওপর খুব বেশি নির্ভর করা ঠিক হবে না। ভুল বোঝাবুঝি এড়াতে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে। ভুল কোনো সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন। পাওনা আদায় হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন। যোগাযোগমূলক কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। পেশাক্ষেত্রে সততা ও নিষ্ঠা আপনাকে এগিয়ে রাখবে। উর্ধ্বতনের সঙ্গে ভুলবোঝাবুঝি এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত কোনো উপায়ে লাভবান হতে পারেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। চলাফেরায় একটু সতর্ক থাকলে ভালো করবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : সাময়িকভাবে প্রতিকূল সময় মোকাবেলা করতে হতে পারে। সাফল্য লাভের জন্য আলস্য বর্জন করে সময়ানুবর্তী  হোন। হিসাব সংক্রান্ত কাজে সচেতনতার প্রয়োজন হবে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। পেশাক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। ঝামেলা এড়াতে অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। বিবাহযোগ্য কারো কারো ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। গোপন কোনো কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। ভাগ্যোন্নয়ণে প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা আপনার মন খারাপের কারণ হতে পারে। ভুল বোঝাবুঝির শিকার হওয়ার আশংকা রয়েছে। সুখী হতে চাইলে অপ্রয়োজনীয় বাক্যলাপ থেকে বিরত থাকুন। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়া হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর ‍সুযোগ পাবেন। সন্তানের বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। কোনো ধরনের রোগ ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করলে ভালো করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : মনের কোনো আশা পূরণ হতে পারে। নতুন বন্ধু লাভ করতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। পেশাক্ষেত্রে পদস্থ কারো আনুকূল্য পেতে পারেন। বিবাহিতরা জীবনসঙ্গী/সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখুন। পার্টনারশিপ ব্যবসায়ে লাভবান হতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। যোগাযোগমূলক কাজে বিড়ম্বনার শিকার হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : যাত্রা ও যোগাযোগ শুভ। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করেই ভ্রমণের সুযোগ হতে পারে। বিলাসজাতদ্রব্য কেনাকাটায় অভিজ্ঞ কারো সঙ্গ নিন। অন্যথায় বিনিয়োগ ভুল হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। খেলাধুলা কিংবা ভ্রমণ মানসিক চাপ কমাতে সহায়ক হবে। প্রেমের সম্পর্ক মন্দ যাবে না। কারো কারো ক্ষেত্রে পুরোনো কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  : পাওনা টাকা আদায় হতে পারে। গৃহে কুটুম্ব আসতে পারে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না। কারো কারো ক্ষেত্রে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : গৃহে অতিথি আসতে পারে। শরীর ও মন ভালো থাকবে। গোপন কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন। হঠাৎ করেই কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পাবেন। মন কিছুটা অস্থির থাকবে। ঠাণ্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক ভালো যাবে। চক্ষু সংক্রান্ত সমস্যা অবহেলা করা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ব্যয় বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। রহস্যজনক কোনো বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণের মাধ্যমে মনের কোনো আশা পূরণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ রয়েছে।