এ সপ্তাহের রাশিফল (২৪-৩০ ডিসেম্বর) !

0
69

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

 

চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম

 

এবার চলুন জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির ২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কারো সঙ্গে চুক্তি হতে পারে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো ক্ষেত্রে বিয়ের কথাবার্তা হতে পারে। সাময়িকভাবে সময় প্রতিকূল থাকতে পারে। ভাগ্যোন্নয়ণে কারো দিকনির্দেশনা পেতে পারেন। পেশাগত সাফল্য পেতে কাজে মনোযোগী হোন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কারো কারো আচরণ সন্দেহজনক মনে হতে পারে। নিজের কাজে পরিপূর্ণ মনোযোগ দিলেই ভালো করবেন। শরীর মোটামুটি ভালো যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা সাময়িক বিলম্বিত হতে পারে। নতুন কোনো বিষয়ে চুক্তিতে না জড়ালেই ভালো করবেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। সম্ভাব্যক্ষেত্রে দূরে কোথাও ভ্রমণ হতে পারে।

 

মিথুন রাশি (২২ মে-২১ জুন): পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। নতুন কোনো বিষয়ে ধারণা লাভ করবেন। প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাবে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। সহকর্মীদের কারো আচরণে মনোকষ্ট পেতে পারেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিশেষ কোনো কাজে অভিজ্ঞ কারো সহযোগিতা পেতে পারেন। কোনো বিষয়ে চিন্তা বাড়বে।

 

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): মনের কোনো আশা পূরণ হতে পারে। আবাসন সংক্রান্ত কোনো কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারো কারো ক্ষেত্রে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান কিংবা রেইকি করতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালোমন্দ মিলিয়েই যাবে।

 

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যক্তিগত যোগাযোগ বাড়বে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বিশেষ কোনো কারণে মনের কোনো আশা পূরণ বিলম্বিত হতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে। নতুন কিছু শেখার সুযোগ পাবেন। নব দম্পতির সন্তান লাভ হতে পারে। আহার বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

 

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অধীনস্তদের সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে হাতের কাজ শেষ করতে সক্ষম হবেন। গৃহে অতিথি আসতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। ছোট ভাই বোনকে নিয়ে চিন্তিত হতে পারেন। যোগাযোগমূলক কাজে সাময়িক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে। ব্যবসায়িক কোনো সাফল্য পেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।

 

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। পাওনা অর্থ আংশিক আদায় হতে পারে। হাতে নগদ প্রবাহ বাড়বে। যোগাযোগমূলক কাজে সাফল্য পাবেন। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিলেই ভালো করবেন। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে।

 

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অতীত কোনো কাজের ফল ভোগ করতে পারেন। কারো কারো ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। সাময়িকভাবে কাজের চাপ বাড়বে। যথাসময়ে হাতের কাজ শেষ করা কঠিন হবে। মন মেজাজ খুব একটা ভালো নাও যেতে পারে। কারো সঙ্গে দুর্বব্যবহার না করলেই ভালো করবেন। হাতে অর্থকড়ি আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে।

 

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো যাবে। প্রয়োজনে তাদের দিকনির্দেশনা কিংবা সহযোগিতা পেতে পারেন। চলাফেরায় একটু সতর্ক থাকলেই ভালো করবেন। সাময়িকভাবে সময় কিছুটা আপনার প্রতিকূল থাকতে পারে। ধৈর্য ধরে কাজে লেগে থাকার চেষ্টা করুন। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন।

 

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত দিক মোটামুটি ভালো যাবে। বেকারদের কারো কারো ক্ষেত্রে চাকুরিলাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক সাময়িক কম ভালো যেতে পারে। বিতর্কে না জড়ালেই ভালো করবেন। ব্যবসায়িক লেনেদেনে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন।

 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রবাস সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ততা দেখা যেতে পারে। উচ্চশিক্ষা কিংবা পেশাগত কাজে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। কাজ ফেলে রাখলে পিছিয়ে পড়বেন। রুটিন অনুসারে কাজে লেগে পড়ুন। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ব্যয় বাড়বে। আর্থিক সংকট এড়াতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মব্যস্ততা বাড়বে। অতিন্দ্রিয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। গোপন কোনো বিষয়ে জ্ঞান ও ধারণা লাভ করবেন। প্রবাস সংক্রান্ত কাজে সাময়িক বিলম্ব হতে পারে। পেশাগত দিক মোটামুটি ভালো যাবে। পেশাগত দক্ষতার জন্যে কর্মস্থলে সুনাম পাড়বে। চাকুরিপ্রার্থীরা কোনো ভালো খবর আশা করতে পারেন।