সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় চেক জালিয়াতির মামলায় হাবিবুর রহমান মণ্ডল (৪৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ শে এপ্রিল শফিকুল ইসলাম গ্রেফতারকৃত হাবিবর রহমান মণ্ডলের বিরুদ্ধে বাদী হয়ে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেটের আদালতে ২৭ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলা করে। এই মামলার ধারাবাহিকতায় উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৭ সালের ১০ এপ্রিল বিজ্ঞ আদালত ২৭ লক্ষ টাকা পাওনাদারের ভিত্তিতে চেক জালিয়াতির দায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) পবিত্র কুমার ঘটনার সত্যতা স্বীকারকরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পালাতক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।