সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে নিজেদের সরকার হিসেবেই মনে করছে, সমর্থন জানিয়েছেন। সংস্কার কার্যক্রমের সাথেই নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের কাজও চলমান থাকবে।
শনিবার (৫ অক্টোবর) এক সভায় এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে কাজ করছে সরকার। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, গণহত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে ট্রাইবুনাল কাজ করছে।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৬ কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে। তা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। তারপর নির্ভর করবে নির্বাচনের রোডম্যাপ দিতে কতটুকু সময় লাগবে। তবে একইসাথে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য কার্যক্রম চলবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক উপদেষ্টার ব্যাপারে অনেকে অসন্তোষ জানিয়েছেন। তবে তাদেরকে আরেকটু সময় দেয়া উচিত। এছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার তৎপর রয়েছে বলেও জানান প্রেস সচিব।