ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার ২ নং আসনের এম,পি নিজাম উদ্দিন হাজারী ১৩ এপ্রিল রোজ বৃহষ্পতিবার ফেনী জেলার অন্তর্গত কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়াতে আসেন।তিনি গিল্লাবাড়িয়ার উন্নয়নের আশ্বাস দেন ওই গ্রামের জনগনকে।এতে উপস্থিত ছিলেন কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মদ সোহাগ।।ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার।এতে আরও উপস্থিত ছিলেন,,কাজিরবাগ ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বাররা এবং ৯ নং ওয়ার্ড এর মেম্বার শাহজালাল সাজু,এবং এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গরা।এতে গিল্লাবাড়িয়া বিভিন্ন সড়ক,ব্রিজ,ইত্যাদি প্রদর্শন করেন এম,পি।পরে তিনি গিল্লাবাড়িয়া জামে মসজিদ প্রাংঙ্গনে বসে কথা বলেন এলাকার জনগনের সাথে।