নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে কঠোর অবস্থানে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
শুক্রবার সকাল থেকে হাটিকুমরুল গোলচত্তরে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ থাকলেও নেই যানজট।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ছাড়াও মোবাইল টিম, পেট্রল টিম ও কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন।
যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি নেই যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ এম এ ওয়াদুদ জানান, সকাল থেকে সময়ের ব্যবধানে যানবাহনের চাপ বাড়ছে।তবে এই মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। এছাড়াও মহাসড়কের পার্শ্ব রাস্তাগুলো আটকে দেওয়াসহ মহাসড়ক নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।