বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উত্তর কোরিয়ায় হামলা চালালে আমেরিকার পাশে থাকবে জাপান !

নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।  উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমশ সংঘাতের রাস্তায় হাঁটছে আমেরিকা।  এবার আরও একধাপ এগিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালালে জাপান তা সমর্থন করবে বলে জানিয়ে দিল। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা বাড়ানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বিরাজমান মিত্রতাকে আরও জোরদার করতে চাইছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোসহ যে কোনও পদক্ষেপ আমেরিকা নিলে তাকে সমর্থন করবে টোকিও। এছাড়া, আমেরিকার সঙ্গে মিত্রতাকে আরও গভীর করে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখতে তার দেশ চাইছে বলেও জানান তিনি। সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এই সব কথা বলেন তিনি।

পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাপানে আতংকের সৃষ্টি হয়েছে। একে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এদিকে, জাপান সাগরে মার্কিন বিমানবাহী দুই রণতরীর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নেমেছে জাপানের নৌবাহিনী।  তিন দিনের মহড়ায় মার্কিন নৌবাহিনীর এফ-১৮ এবং জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো অংশ গ্রহণ করছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

Similar Articles

Advertismentspot_img

Most Popular