বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে মজুদ রাশিয়ান ‘স্কাড মিসাইল’ !

নিউজ ডেস্ক:

আন্তজার্তিক হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন সপ্তাহের মধ্যে ফের মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন এই স্কাড মিসাইল ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রে আঘাত করে।  কিন্তু জাপানের দাবি, নতুন এই মিসাইল তাদের অর্থনৈতিক অঞ্চলে আছড়ে পড়ে। আর সেই কারণে রীতিমত ক্ষুব্ধ জাপান। এমনকি উত্তর কোরিয়ার উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিয়েছে জাপান।

সামরিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধের উস্কানি দিতেই এই ধরণের কর্মসূচি উত্তর কোরিয়ার।  যুদ্ধের জন্য নিজেদের আরও সক্ষম করে তুলছে উত্তর কোরিয়া। রাশিয়ার তৈরি করা প্রচুর স্কাড মিসাইল মজুদ রয়েছে উত্তর কোরিয়ার কাছে। এমন্টাই দাবি করেছে সামরিক পর্যবেক্ষকরা।  এই ক্ষেপণাস্ত্রগুলি ১ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম বলেও দাবি তাদের।

প্রসঙ্গত, চলতি বছর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ তোপের মুখে রয়েছে দেশটি। তারপরও নিজেদের পরীক্ষা থামায়নি তারা। গত মাসে তাদের দুটি মিসাইল পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় দেশটির কাছে দুটি ব্যালিস্টিক রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular