উত্তর কোরিয়া ইস্যুতে ‘বৈশ্বিক বিপর্যয়ের’ আশঙ্কা পুতিনের !

0
21

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার ইস্যুর সমাধান না হয়, তাহলে বৈশ্বিক বিপর্যয় হতে পারে।
দেশটির বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, রবিবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন এমন মন্তব্য করলেন। ব্রিকস সম্মেলনে উপলক্ষে চীনে রয়েছেন তিনি।

এদিকে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্বনেতারা নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ অধিকাংশ পশ্চিমা নেতারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন !